সূরা ইখলাস বাংলা।

কুরআনের ১১৪ টি সূরার মধ্যে সূরা ইখলাস হচ্ছে ১১২ নম্বর সূরা। ছোট সূরার মধ্যে সূরা ইখলাস একটি অন্যতম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৪ টি। 

সূরা ইখলাস মক্কায় নাযিল হয়েছে। সূরা ইখলাস এমন একটি সূরা, যে সূরার মাধ্যমে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। নীচে সূরা ইখলাসের বাংলা দেওয়া হল।

সূরা ইখলাস বাংলা।

সূরা ইখলাস বাংলা উচ্চারণ।

১) কুল হুওয়াল্লা-হু আহাদ।

২) আল্লা-হুসসামাদ।

৩) লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ।

৪) ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।

সূরা ইখলাস বাংলা অনুবাদ।

১) বলুন, তিনি আল্লাহ, এক,

২) আল্লাহ অমুখাপেক্ষী,

৩) তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি

৪) এবং তার সমতুল্য কেউ নেই।

সূরা ইখলাস বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড।

সূরা ইখলাস বাংলা উচ্চারণ ও অনুবাদ, পরে পড়ার জন্য নীচের দেওয়া লিংকে ক্লিক করুন। দেখবেন সূরা ইখলাস বাংলা উচ্চারণ ও অনুবাদ পিডিএফ আঁকারে ডাউনলোড হয়ে যাবে।

Download

এই সূরা গুলো পড়ুন।

মন্তব্যসমূহ

popular post

চার কুল ও আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ সহ pdf download। বাংলা উচ্চারণ ও অর্থসহ চার কুল ও আয়াতুল কুরসি pdf download

সূরা আন নাস বাংলা উচ্চারণ ও তফসির।

সূরা কাফিরুন বাংলা উচ্চারণ ও অর্থ সহ pdf download.