সূরা কাফিরুন বাংলা উচ্চারণ ও অর্থ সহ pdf download.

সহীহ মুসলিমে হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ)। তাওয়াফের পর দুই রাকআত নামাযে সূরা কাফিরুন পাঠ করতেন। সহীহ মুসলিমেই হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) ফজরের দুই রাকআত সুন্নত নামাযেও সূরা কাফিরুন পাঠ করতেন। 

মুসনাদে আহমদে হযরত ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) ফজরের পূর্বের দুই রাকআতে এবং মাগিরিবের পরের দুই রাকআ’তে  সূরা কাফিরুন দশেরও অধিকবার পাঠ করতেন।

সূরা কাফিরুন বাংলা উচ্চারণ ও অর্থ সহ pdf download.

সূরা কাফিরুন আরবি উচ্চারণ। 

قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ
وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ

সূরা কাফিরুন বাংলা উচ্চারণ। 

কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন।
লাআ‘বুদুমা-তা‘বুদূন।
ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম,
ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।

সূরা কাফিরুন অর্থ। 

বলুন, হে কাফেরকূল, আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।

সূরা কাফিরুন pdf download.

সূরা কাফিরুন বাংলা উচ্চারণ ও অর্থ সহ পিডিএফ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হয়েছে। ওখান থেকে সূরা কাফিরুন বাংলা উচ্চারণ ও অর্থ সহ পিডিএফ ডাউনলোড করুণ। 



মন্তব্যসমূহ

popular post

চার কুল ও আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ সহ pdf download। বাংলা উচ্চারণ ও অর্থসহ চার কুল ও আয়াতুল কুরসি pdf download

সূরা আন নাস বাংলা উচ্চারণ ও তফসির।