সূরা আন নাসর।

সূরা আন নাসর কুরআন মাজিদের ১১০ নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৩ টি। নীচে সূরা আন নাসর এর আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। সূরা আন নাসর এর আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ পিডিএফ আঁকারে ডাউনলোড করতে ইচ্ছুক হলে, নীচে দেওয়া ডাউনলোড বুতামটিতে ক্লিক করুন। Download সূরা আন নাসর বাংলা উচ্চারণ। ১) ইযা-জাআ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ। ২) ওয়ারাআইতান্না-ছা ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা-। ৩) ফাছাব্বিহবিহামদি রাব্বিকা ওয়াছতাগফিরহু ইন্নাহূকা-না তাওওয়া-বা-। সূরা আন নাসর অনুবাদ। ১) যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় ২) এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, ৩) তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। সূরা আন নাসর আরবি। إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا এই সূরা গুলো পড়ুন। সূরা ফালাক। সূরা এখলাস। সূরা লাহাব।