পোস্টগুলি

সূরা আন নাসর।

ছবি
সূরা আন নাসর কুরআন মাজিদের ১১০ নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৩ টি। নীচে সূরা আন নাসর এর আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে। সূরা আন নাসর এর আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ পিডিএফ আঁকারে ডাউনলোড করতে ইচ্ছুক হলে, নীচে দেওয়া ডাউনলোড বুতামটিতে ক্লিক করুন। Download সূরা আন নাসর বাংলা উচ্চারণ। ১) ইযা-জাআ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ। ২) ওয়ারাআইতান্না-ছা ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা-। ৩) ফাছাব্বিহবিহামদি রাব্বিকা ওয়াছতাগফিরহু ইন্নাহূকা-না তাওওয়া-বা-। সূরা আন নাসর অনুবাদ। ১) যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় ২) এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, ৩) তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। সূরা আন নাসর আরবি। إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا এই সূরা গুলো পড়ুন। সূরা ফালাক। সূরা এখলাস। সূরা লাহাব।

সূরা লাহাব বাংলা।

ছবি
সূরা লাহাবের বাংলা উচ্চারণ ও অনুবাদ সুন্দর করে দেওয়া হয়েছে। ও এর সঙ্গে সূরা লাহাব এর বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে। সূরা লাহাব বাংলা উচ্চারণ। সূরা লাহাব এর বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে।  ১) তাব্বাত ইয়াদাআবী লাহাবিওঁ ওয়া তাবব। ২) মাআগনা-‘আনহু মা-লুহূওয়ামা-কাছাব। ৩) ছাইয়াসলা-না-রান যা-তা লাহাব। ৪) ওয়ামরাআতুহূ; হাম্মা-লাতাল হাতাব। ৫) ফী জীদিহা-হাবলুম মিম মাছাদ। সূরা লাহাব বাংলা অনুবাদ। সূরা লাহাব এর বাংলা অর্থ দেওয়া হয়েছে।  ১) আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, ২) কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। ৩) সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে ৪) এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে, ৫) তার গলদেশে খর্জুরের রশি নিয়ে। সূরা লাহাব বাংলা PDF. সূরা লাহাব এর বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হল। এখান থেকে সূরা লাহাব এর বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF ডাউনলোড করুন। PDF Download নীচের বাংলা সূরা গুলো পড়ুন। সূরা ইখলাস বাংলা। সূরা ফালাক বাংলা। সূরা ইয়াসিন আয়াত ৩৬ বাংলা।

সূরা ইখলাস বাংলা।

ছবি
কুরআনের ১১৪ টি সূরার মধ্যে সূরা ইখলাস হচ্ছে ১১২ নম্বর সূরা। ছোট সূরার মধ্যে সূরা ইখলাস একটি অন্যতম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৪ টি।  সূরা ইখলাস মক্কায় নাযিল হয়েছে। সূরা ইখলাস এমন একটি সূরা, যে সূরার মাধ্যমে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। নীচে সূরা ইখলাসের বাংলা দেওয়া হল। সূরা ইখলাস বাংলা উচ্চারণ। ১) কুল হুওয়াল্লা-হু আহাদ। ২) আল্লা-হুসসামাদ। ৩) লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ। ৪) ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ। সূরা ইখলাস বাংলা অনুবাদ। ১) বলুন, তিনি আল্লাহ, এক, ২) আল্লাহ অমুখাপেক্ষী, ৩) তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি ৪) এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড। সূরা ইখলাস বাংলা উচ্চারণ ও অনুবাদ, পরে পড়ার জন্য নীচের দেওয়া লিংকে ক্লিক করুন। দেখবেন সূরা ইখলাস বাংলা উচ্চারণ ও অনুবাদ পিডিএফ আঁকারে ডাউনলোড হয়ে যাবে। Download এই সূরা গুলো পড়ুন। সূরা ফালাক বাংলা। চার কুল ও আয়াতুল কুরসি বাংলা। সূরা কাহাফ বাংলা।

সূরা ফালাক বাংলা।

ছবি
ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ আল-কুরআন। এই আল-কুরআনের মধ্যে মোট ১১৪ টি অধ্যায় আছে। আর এই অধ্যায়, মুসলিমদের কাছে সূরা নামে পরিচিত। অর্থাৎ কুরআনের মধ্যে মোট ১১৪ টি সূরা আছে। আর এর মধ্যে সূরা ফালাক হচ্ছে ১১৩ নম্বর সূরা বা অধ্যায়। সূরা ফালাক মক্কায় নাযিল হয়েছে। ফালাক একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ নিশিভোর। সূরা ফালাকের মোট আয়াত সংখ্যা ৫ টি। নীচে সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ আরবি ও অনুবাদ দেওয়া হয়েছে।   সূরা ফালাক বাংলা উচ্চারণ। ১) কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক ২) মিন শাররি মা-খালাক। ৩) ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব। ৪) ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ। ৫) ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ। সূরা ফালাক বাংলা অনুবাদ। ১) বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, ২) তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, ৩) অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, ৪) গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে ৫) এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা ফালাক বাংলা উচ্চারণ ও অনুবাদ ডাউনলোড। সূরা ফালাক বাংলা উচ্চারণ ও অনুবাদ পিডিএফ আঁকারে দেওয়া হয়েছে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে সূর...

ওযু।

ছবি
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡهَکُمۡ وَ اَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَ امۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَ اَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ ؕ وَ اِنۡ کُنۡتُمۡ جُنُبًا فَاطَّهَّرُوۡا ؕ وَ اِنۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَوۡ عَلٰی سَفَرٍ اَوۡ جَآءَ اَحَدٌ مِّنۡکُمۡ مِّنَ الۡغَآئِطِ اَوۡ لٰمَسۡتُمُ النِّسَآءَ فَلَمۡ تَجِدُوۡا مَآءً فَتَیَمَّمُوۡا صَعِیۡدًا طَیِّبًا فَامۡسَحُوۡا بِوُجُوۡهِکُمۡ وَ اَیۡدِیۡکُمۡ مِّنۡهُ ؕ مَا یُرِیۡدُ اللّٰهُ لِیَجۡعَلَ عَلَیۡکُمۡ مِّنۡ حَرَجٍ وَّ لٰکِنۡ یُّرِیۡدُ لِیُطَهِّرَکُمۡ وَ لِیُتِمَّ نِعۡمَتَهٗ عَلَیۡکُمۡ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ 5-6 হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দন্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসেহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)। আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাক অথবা যদি তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা যদি স্ত্রী সহবাস কর অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর। সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বা...

হাদিস শব্দের অর্থ কি ?

ছবি
হাদিস শব্দের অর্থ কি? আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে হাদিস শব্দের অর্থ জানবো ইনশাল্লাহ।। হাদিস একটি আরবি ভাষা , কিন্ত এই হাদিস শব্দটি আমাদের মধ্যে এমন ভাবে প্রচলিত, যে হাদিস শব্দটিকে অনেকেই বাংলা মনে করে। হাদিস শব্দের অর্থ ঘোটনা। যেমন- আমি একদিন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেম। এখন মসজিদে প্রবেশ করে দেখছি যে ১ রিকাত নামাজ হয়ে গিয়েছে। আমি জামাদের সঙ্গে ২ রিকাত থেকে নামাজ শুরু করলাম। ইমাম সায়েব ভুল করে ৪ রিকাতের পরিবর্তে ৫ রিকাত নামজ পড়ে সালাম ফিরল। এখন এই যে একটি ঘোটনা আমি আপনাদের বললাম, এই ঘোটনা বলাকে আরবিতে হাদিস বলে। অর্থাৎ এই হাদিসটি আমি বললাম। এই হাদিসটির কোল বা কথা আমার। অনেকেই হাদিস শব্দের অর্থ করে- কথা। কিন্তু হাদিস শব্দের সঠিক অর্থ- ঘোটনা। আর এই ঘোটনা মানুষ তার কথার মাধ্যমে বর্ণনা করে থাকে, এর জন্য হাসিদ শব্দের অর্থ কেই কেই "কথা" বলে থাকে। নীচে হাদিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল। মুসলিম দের মধ্যে হাদিসের প্রচলন। মুসলিমরা মূলত দুটি ভাগে বিভক্ত। এক শিয়া মুসলিম আর দুই সুন্নি মুসলিম। আর এই দুই শ্রেণীর মধ্যে মোট হাদিস গ্রন্থের সংখ্যা হচ্ছে ১০ টি। এর...

সূরা ইয়াসিন আয়াত ৩৬ বাংলা উচ্চারণ সহ PDF Download.

ছবি
সূরা ইয়াসিন কুরআন মাজিদের এক অন্যতম উল্লেখ যোগ্য সূরা। আপনি চাইলে সূরা ইয়াসিনের প্রথম ৯ টি আয়াত মিখস্ত করতে পারেন। সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতের আরবি, বাংলা উচ্চারণ সহ পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে।  আপনি চাইলে ওখান থেকে অতি সহজে সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতটি বাংলা উচ্চারণ সহ অনুবাদ পড়তে ও ডাউনলোড করতে পারবেন ইনশাল্লাহ। সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতের আরবি। سُبۡحٰنَ الَّذِیۡ خَلَقَ الۡاَزۡوَاجَ کُلَّهَا مِمَّا تُنۡۢبِتُ الۡاَرۡضُ وَ مِنۡ اَنۡفُسِهِمۡ وَ مِمَّا لَا یَعۡلَمُوۡنَ সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতের বাংলা উচ্চারণ। ছুবহা-নাল্লাযী খালাকাল আঝাওয়া-জা কুল্লাহা- মিম্মা-তুমবিতুলআরদুওয়া মিন আনফুছিহিম ওয়া মিম্মা-লা-ইয়া‘লামূন। সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। পবিত্র ও মহান সে সত্তা যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যমীন যা উৎপন্ন করেছে তা থেকে, মানুষের নিজদের মধ্য থেকে এবং সে সব কিছু থেকেও যা তারা জানে না ।  সূরা ইয়াসিন আয়াত ৩৬ PDF Download. সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতটি আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ পিডিএফ ডাউনলোড করার জন্য নীচে লিংক দেওয়া হল। Downlo...